ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী কুচপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স সামগ্রী পাচারের চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা কসমেটিক্স সামগ্রী রেখে পালিয়ে যায়।
জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ভারতীয় হেয়ার অয়েল সামগ্রী রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর