সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ১দিন পর সরিষার ক্ষেত থেকে হাফিজুল ইসলাম (৩০) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের চরতারাবাড়িয়া গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত হাফিজুল ইসলাম সলপ ইউনিয়নের চরতারাবাড়িয়া গ্রামের দিয়ার পাড়া গ্রামের মৃত আনসার আলী মন্ডলের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, রবিবার সন্ধ্যার পর চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি হাফিজুল। পরিবারের লোকজন মনে করেছে সে ইট ভাটায় কাজ করছে।
ওসি আরো বলেন, নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর