কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা যুব শক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফ এর নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা যোগদান করেন।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। যোগদানকারী কুমিল্লা উত্তর জেলা যুব শক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফ মরহুম বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম , সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশাররফ হাজারী, বর্তমান আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি লের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর