কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হুজাইফাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় ঢাকার উদ্দেশে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের থেকে ভালো। তবুও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরো সাইন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে টেকনাফে সীমান্তের হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ হয় ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান। হুজাইফার চাচা শওকত আলী জানান, হুজাইফার মাথার খুলি আলাদা করে ব্রেইনে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে এবং খুলিটি ফ্রিজে রাখা হয়েছে। চমেক হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আহত হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে অভিভাবক হিসেবে শওকতসহ দুই চাচা যাচ্ছেন। এছাড়া, বিজিবির একজন কর্মকর্তা ও চমেক হাসপাতালের একজন প্রতিনিধি তাদের সঙ্গে যাচ্ছেন।
গত রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হন হুজাইফা আফনান (৯)। মাথায় গুলিবিদ্ধ হুজাইফা ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর