দ্বৈত নাগরিকত্বের অজুহাতে সংবিধানের ব্যাখ্যার বাইরে গিয়ে প্রার্থিতা বাতিলের প্রবণতাকে অন্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন এ মন্তব্য করেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন
স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া প্রমুখ।
তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে—কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য। অথচ কোথাও কোথাও রিটার্নিং কর্মকর্তারা অতিরিক্ত নথির দাবি করে প্রার্থিতা বাতিল করছেন।
“আইন সবার জন্য সমান হতে হবে। সংবিধানে যা বলা আছে, তার বাইরে গিয়ে কাউকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা অন্যায়।”
পোস্টাল ব্যালটের নকশা নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যালট পেপারে কয়েকটি দলের নাম ও প্রতীক উপরের দিকে স্পষ্টভাবে থাকলেও বিএনপির নাম মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যে ভাঁজ করলে তা চোখে পড়ে না। এটি ‘উদ্দেশ্যপ্রণোদিত নকশা’। এই পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয় সে কথা বলেছি।
বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগও বৈঠকে তোলা হয় এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দলের নেতাদের হাতে একাধিক ব্যালট পেপার থাকার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলটির চেয়ারম্যানের ব্যক্তিগত সফরও নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। অথচ অন্য দলগুলোর নেতারা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ বিষয় কমিশনকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন বলেছেন।
সংস্কার ও গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন,আমরা সংস্কারের পক্ষে এবং এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছি। যেসব বিষয়ে একমত হয়নি, সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছি। বিএনপি সংস্কারের পক্ষের দল। আমরাই সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
তিনি আরও বলেন, আলোচিত সব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে এবং কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর