যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আগামী শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক–২০২৬)’ এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও লাইফটেক–২০২৬ কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এটিই যবিপ্রবির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। কনফারেন্সটি দুদিন ব্যাপী ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মোঃ নাসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আউয়াল। কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও অধ্যাপকবৃন্দও অংশগ্রহণ করবেন।
কনফারেন্সের প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, কনফারেন্স সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১৩টি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, কনফারেন্সে মোট ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ ছাড়া ১২০টি বৈজ্ঞানিক গবেষণা পোস্টার জমা পড়েছে, যা আটটি ওরাল সেগমেন্টে ভাগ করে উপস্থাপন করা হবে। পোস্টার প্রেজেন্টেশন শেষে সেরা গবেষণাগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর