ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মৃত নসা দেওয়ানের ছেলে। সে পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করতেন।
বুধবার ভোরে বাসা থেকে কাজে যাওয়ার সময় পানগাঁও কন্টেইনার পোর্টরোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহতের মেয়ের জামাই পিন্টু জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। সকালে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে পেটের বাম পাশে ছুরিকাঘাত করে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি।পূর্ব শত্রুতা থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে নাকি ছিনতাই এর ঘটনা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর