সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কর্মদলের সদস্যদের দিনব্যাপী অবহিতকরণ এক প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সালেকুল ইসলাম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পারিবারিক সচ্ছলতা আনয়নে প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ বাস্তবায়নে কর্মদলের সদস্যদের নানা কর্মমুখী উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা জানান, শহর সমাজসেবা কার্যালয় থেকে ১০ হাজার টাকা দিয়ে শুরু করা সুদমুক্ত ঋণের এখন মূলধনের পরিমাণ হচ্ছে এক কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা। যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর