পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেটের প্রয়োজন হলে সরাসরি হটলাইনে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আহ্বান করেছে ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Postal Vote BD অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারগণকে কল সেন্টার নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
হটলাইন নম্বর-+8809610000105, WhatsApp: +8801335149920, +8801335149923-32, +8801777770562।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের ১৫ লাখ ৩৩ লাখ ৬৮৩ জন। তারা ২১ থেকে ২৫ জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে ইসি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর