বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমাবেশ হিসেবে স্বীকৃত FOBANA সংগঠনটি। ৪০তম FOBANA কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬, হলিডে ইন রিসোর্ট, অরল্যান্ডো, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। এই ঘোষণা আজ ১৫ জানুয়ারি ২০২৬ইং রিপোর্টার্স ইউনিটি, ঢাকায় একটি প্রেস কনফারেন্সে আয়োজনের মাধ্যমে জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন যে, ৪০তম FOBANA কনভেনশন, যা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA)-এর চার দশক পূর্তি উদযাপন করবে, এটি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমাবেশ হিসেবে স্বীকৃত। এই কনভেনশন মূলত উদযাপন করবে ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য, কমিউনিটি নেতৃত্ব এবং বৈশ্বিক সহযোগিতা। কনভেনশনে অংশগ্রহণ করবেন কমিউনিটি লিডার, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, যুব প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি, যারা উত্তর আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অংশ থেকে আসবেন।
আয়োজকরা জোর দিয়ে উল্লেখ করেছেন যে, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিশ্বজনীন সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করা, আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি করা এবং বৈশ্বিক পর্যটন উন্নয়নে অবদান রাখা। বিভিন্ন আলোচনা সভা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানগুলো বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
৪০তম FOBANA কনভেনশনের মূল আকর্ষণসমূহ হল-
FOBANA-এর ৪০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনকারী সাংস্কৃতিক পরিবেশনা, কমিউনিটি নেতৃত্ব ও যুব অংশগ্রহণ সেশন, ব্যবসা, বিনিয়োগ এবং নেটওয়ার্কিং ফোরাম, নারী, যুব ও নতুন প্রজন্মের সংলাপ ও আলোচনা, প্রামাণিক বাংলাদেশি খাবার প্রদর্শনী।
প্রেস কনফারেন্সে বক্তারা উল্লেখ করেছেন যে, এই কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে—যেখানে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ, সৃজনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সহযোগিতা উৎসাহিত করা হবে। আয়োজকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, ৪০তম FOBANA কনভেনশন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহের সঙ্গে উদযাপিত হবে, যা বৈশ্বিক বাংলাদেশি ঐক্যকে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশকে বিশ্বের মঞ্চে গর্বের সঙ্গে উপস্থাপন করবে ।
উক্ত অনুষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সদস্যরা থাকবেন, ১. জাহিদ হোসেন – চেয়ারম্যান, ২. জিয়াউল হক জিয়া – ভাইস চেয়ারম্যান, ৩. বেদারুল ইসলাম বাবুল প্রাক্তন চেয়ারম্যান, 8 নিহাল রহিম – নির্বাহী সম্পাদক। এছাড়া হোস্ট কমিটিতে থাকবেন, ১. মোহাম্মদ শামীম - প্রেসিডেন্ট, ২. আতিকুর রহমান – ভাইস প্রেসিডেন্ট, ৩. আনোয়ার হোসেন সেন্টু – কনভেনর, ৪. শামস আহমেদ শোভন – ভাইস প্রেসিডেন্ট, ৫. জেসন চৌধুরী – ভাইস প্রেসিডেন্ট, ৬. মোঃ ইশাক আলী, কনভেনর (ফাই কমি), ৭. হেলাল আহমেদ- কনভেনর (ম্যা কমিটি), ৮. রেজাউল হক রেজা – কো-কনভেনর।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর