বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় আসন সমঝোতা প্রত্যাশী জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেননি।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। তবে বৈঠকের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বৈঠকের একটি ছবিতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠকে নিজেদের কোনো প্রতিনিধি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, “আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।”
জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে দলটির ভেতরে এবং শরিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই ধরনের অবস্থান রয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসেরও।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও পরে তা স্থগিত করা হয়। পরে জামায়াত জানায়, ইসলামী আন্দোলনের অনুরোধে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাবি অস্বীকার করে পৃথক বিবৃতি দেয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর