মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা করা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক, ছাত্র সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তারেক মিয়ার (২২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তারেকের সহযোদ্ধারা নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। জানা যায়, গত ১১ জানুয়ারি দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। অভিযানকালে কৃষি জমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাক চালক রায়হান আহমেদকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়াকেও আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তারেক মিয়ার সহযোদ্ধা সহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা তারেক মিয়াকে সঙ্গে নিয়ে অফিস ত্যাগ করেন।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা কলেজ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুড়ীতে সমন্বয়কের দায়িত্ব পালনকারী মো. তারেক মিয়া (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জুড়ী উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর