রাজবাড়ীর পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাংশা সরকারি জর্জ হাইস্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মো: শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাবের নেতা ডা. মো: নুরুনবী ইসলাম নয়ন, ডা. ইকরামুল ইসলাম সৌরভ।
চিকিৎসা প্রদান করেন ডা. মো: নুরুল ইসলাম, ডা. দেলোয়ার হুসাইন, ডা. ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ, ডা. মো: গিয়াস উদ্দিন খান, ডা. খন্দকার শোয়েব হোসেন, নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা, ডা. মো: নাজমুল হুদা।
এছাড়াও পাংশা কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাফ, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর