‘আরিশা ইলেকট্রনিক্স’ শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটনের এএমডি ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানসহ অতিথিরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’। সদ্য চালু হওয়া এই শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ফ্রিজ, স্মার্ট ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স।
সম্প্রতি শোরুমটির উদ্বোধন করেন- ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ-উর-রহমান মল্লিক, আরিশা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা বলেন, ওয়ালটন শুধু ব্যবসা করে না, মানুষের সেবাও করে। ওয়ালটন সকল শ্রেণীর ভোক্তার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছে। ওয়ালটন এখন দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ক্রেতারা দেশে তৈরি উন্নতমানের পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এতো বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। এই শোরুম অত্র এলাকার মানুষের চাহিদা পূরণের মাধ্যমে সর্বোত্তম গ্রাহকসেবা দিয়ে যাবে।
চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটনের কারণে এখন আমরা সাশ্রয়ী দামে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারছি। এসময় তিনি নিজের ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের মুঠোফোন দেখিয়ে বলেন, আমি এই মোবাইলটি ব্যবহার করছি ৪ বছর যাবৎ। বিদেশে গেলেও এটি ব্যবহার করি। আমার দেশের পণ্য ব্যবহার করে আমি গর্বিত। ওয়ালটন সত্যিকার অর্থে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের পণ্য তৈরি করছে। নতুন শোরুম ক্রেতাদের জন্য আধুনিক এবং উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলেও তিনি মন্তব্য করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর