ইরানের ক্ষমতায় গেলেই, ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার ঘোষণা রেজা পাহলভি। এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাসিত এই যুবরাজ। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
তিনি বলেন, ইরানের ক্ষমতায় বসলে 'সাইরাস অ্যাকর্ড' গঠনের উদ্যোগ নেবেন তিনি। সেই আলোকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।
পাহলাভি আরও বলেন, ইরান অঞ্চলটিতে একজন বন্ধু ও স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেয়া হবে, যেখানে একটি মুক্ত ইরান, ইসরায়েল ও আরব বিশ্ব একত্রিত হবে।
বিশ্বনেতাদের উদ্দেশে পাহলভি বলেন, 'ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের ছদ্মবেশে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, তবে ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।’
এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরানে মূল্যম্ফীতির কারণে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর