ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আসন বণ্টনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও প্রায় ১০টি আসন পেতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মোট প্রায় ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
শুক্রবার (১৬ জানুয়ারি) এনসিপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও বাড়তি আসনগুলো কোন কোন এলাকায় হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।
এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রাথমিকভাবে আসন সমঝোতার তথ্য প্রকাশ করে। ওই সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফতে মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে বলে জানানো হয়।
এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোটে না থাকার ঘোষণা দেওয়ায় শরিক দলগুলোর মধ্যে ওই আসনগুলো পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে এনসিপির আসনসংখ্যা বাড়তে পারে বলে আলোচনা চলছে।
এনসিপির চূড়ান্ত হওয়া ২৭টি আসনের মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩।
দলীয় সূত্র বলছে, ইসলামী আন্দোলনের বাদ পড়া আসনগুলো নিয়ে শরিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন সমঝোতা চূড়ান্ত হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর