আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি লিখিত ব্যাখ্যা জমা দেন।
ইসি সূত্র জানায়, সকাল ১০টার দিকে মামুনুল হক নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে শোকজ নোটিশের লিখিত জবাব দেন। পরে কমিশনের পক্ষ থেকে তার ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মামুনুল হক বলেন, আমাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা করা হয়েছে। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।
মামুনুল হক আরও বলেন, আমি কমিশনকে জানিয়েছি, আমার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সংসদ নির্বাচনের জন্য কোনো প্রচারণায় অংশ নিইনি। লিখিত জবাবের বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
এর আগে গত ১৪ জানুয়ারি মামুনুল হক আগারগাঁওয়ে নির্বাচনি প্রচার চালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর