ফেনীর দাগনভূঁইয়ার রামানন্দপুর এলাকায় অটোরিকশা চালক সমীর দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সমীরের পরিবার, এলাকাবাসী এবং জেলা হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল এবং সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর। অ্যাডভোকেট পার্থ পাল বলেন, সংখ্যালঘু হিন্দু ধর্মের দলিত শ্রেণির মানুষদের যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে, সরকার তার কোনো আইনগত বিচার করছে না। তিনি আরও বলেন, ঘরের দরজা বন্ধ করে মানুষ ভেতরে থাকাকালীন বাইরে আগুন জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে।
বাবু তপন কর আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন করা হয়েছে সকল ধর্মের সহাবস্থান সৃষ্টির জন্য। কিন্তু এভাবে ছিনতাই করে মানুষ মারার বিচার কি আমরা পাবো?
উল্লেখ্য, সমীর দাগনভূঁইয়ার মাতুভূঞা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের জেলেবাড়ির কার্তিক দাসের ছেলে। গত রবিবার সমীরের গাড়ি ছিনতাই করার সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর