মধ্যনগরে জামায়াতে ইসলামীর বুথভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উদ্যোগে “বুথভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) মধ্যনগর উপজেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর, সুনামগঞ্জ-১ আসনের সংসদ প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনী ও জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে দলটি অংশগ্রহণ করেছে এবং জনগণের সেবায় নিয়োজিত ছিল ও আছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে মানুষ জামায়াতে ইসলামীকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।
কর্মশালায় পোলিং এজেন্টদের ভোট কারচুপি প্রতিহত করা, জাল ভোট রোধ, ভোটকেন্দ্রে অনিয়ম শনাক্ত ও প্রতিরোধ, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ। এছাড়াও কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মু. আব্দুল্লাহ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল পোলিং এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর