শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু'র হাত ধরে বিএনপিতে এই যোগদান করেন তারা।
দোয়া মাহফিলে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলমগীর বেপারী।
এ সময় তাদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের আদর্শ ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর