আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না বলে ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে তেড়ে যান রুমিন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। এসময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরণের মন্তব্য করেন তিনি। ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্যে করে রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দেন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।
এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এরকম দেখায়’। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধরে... ওখানে থাকত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ১৮ এর ধারায় একজনকে জরিমানা করা হয়।’
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করব এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে না।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের কিছু ছবি তিনি এ প্রতিবেদকের কাছে পাঠান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর