গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে। পরবর্তীতে বাড়িয়ে তা ২৫ শতাংশ করা হবে।
শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ স্যোশালে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ‘১০% শুল্ক’ আরোপ করা হবে।
তিনি ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে।
প্রেসিডেন্ট আরও যোগ করেন, শত শত বছর পর এখন ‘ডেনমার্কের ফেরত দেওয়ার সময় এসেছে’।
ট্রাম্প লেখেন, ‘বিশ্ব শান্তি ঝুঁকির মুখে! চীন গ্রিনল্যান্ড চায়, আর ডেনমার্ক এ বিষয়ে কিছুই করতে পারবে না।’ তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড নাকি মাত্র দুটি কুকুর-টানা স্লেজের মাধ্যমে সুরক্ষিত।
মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে, উপরোক্ত সব দেশ (ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড) থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। ১ জুন ২০২৬ থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে। গ্রিনল্যান্ডকে সম্পূর্ণ ও স্থায়ীভাবে কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক দিতে হবে।’
এরপর তিনি বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড ‘অজানা উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে যাতায়াত করছে’ এবং তারা একটি ‘অত্যন্ত বিপজ্জনক খেলা’ খেলছে।
ট্রাম্প আরও বলেন, এই সম্ভাব্য ভয়ংকর পরিস্থিতি যেন দ্রুত এবং নিঃসন্দেহে শেষ হয়, সেজন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, শুল্ক হলো আমদানি করা পণ্যের ওপর আরোপিত কর, যা সাধারণত বিদেশি পণ্য আমদানিকারক কোম্পানিগুলো সরকারকে পরিশোধ করে।
সূত্র: বিবিসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর