ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ রোববার (১৮ জানুয়ারি) উদ্ধার করা হয়েছে। তবে বিমানে থাকা ১০ জন যাত্রী ও ক্রুর সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রাকালে ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজটি হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির বুলুসারাউং পাহাড় এলাকায় বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা।
মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে বিমানের ফিউজলাজ, টেইল বা লেজের অংশ এবং জানালার অংশ শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এখন যাত্রীদের খুঁজে বের করা। আমরা আশা করছি, অন্তত কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।’
কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদেরসহ এক হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছেন। বিমানে থাকা যাত্রীদের মধ্যে সমুদ্রবিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মকর্তা এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। তারা ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণের মিশনে ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের যোগাযোগে বিমান চলাচলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে দেশটির বিমান নিরাপত্তা রেকর্ড দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর