বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন অফিসের ওয়েবসাইট হালনাগাদ করা না থাকায় সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতারা নানা প্রতিবন্ধকতার শিকার হন। এসময় তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন।
তিনি জেলার সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং চলমান প্রকল্পগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করতে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোড়গোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে উপস্থিত কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার তিনি আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যেতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্বপালনপূর্বক সুষ্ঠু ও স্বচ্ছভাবে সকল কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর