রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামে প্রায় ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মারপিটের ঘটনা ঘটেছে। এতে হাসেম মোল্লা নামে এক যুবক আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত জিহাদ ওরফে জাহিদ ও তার সহযোগীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামের দিরাজ মোল্লার ছেলে হাসেম মোল্লা বাড়ির পাশে মাঠে মোবাইল ফোনে গান শুনছিলেন। সে সময় চরঝিকড়ী জাগতে পাড়ার সাহাদাত খার ছেলে জাহিদ ওরফে জিহাদ ও তার ছোট ভাই অতর্কিতভাবে হাসেম মোল্লার ওপর হামলা করে। এ দুজন ছাড়াও আরও দুই সহযোগী পাশে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ।
রবিবার বিকালে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত হাসেম মোল্লা জানান, জিহাদদের সাথে তার বা তার পরিবারের কোনো শত্রুতা নেই। জিহাদ কারো সাথে যেন মোবাইলে কথা বলছিল, মোবাইল কেটেই তার উপর হামলা করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় হাসেম আলীর পরিবার আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তারা আরও জানান, জিহাদ ওরফে জাহিদ মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা এ ঘটনার সঠিক বিচার কামনা করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর