নিকোলাস মাদুরো সরকারের দমন-পীড়ন ও গুম হওয়ার শঙ্কায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো অবশেষে দেশ ছাড়তে সক্ষম হন। ঝড়-বৃষ্টির মধ্যে সমুদ্রে প্রায় ১৬ ঘণ্টার একটি গোপন উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ইউরোপে পৌঁছে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী দল গ্রে বুল প্রকাশিত এক ভিডিওতে এই অভিযানের বিস্তারিত তুলে ধরে। ভিডিওতে দেখা যায়, উত্তাল সমুদ্রে একটি ছোট নৌকা থেকে দ্রুতগতির নৌযানে মাচাদোকে তুলে নেওয়া হচ্ছে। সেখানে ক্যামেরার সামনে মাচাদো নিজেই বলেন, তিনি “জীবিত ও নিরাপদ” আছেন। আত্মগোপনে থাকার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্যে আসা।
গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলার উপকূল থেকে নৌকায় রওনা হয়ে আন্তর্জাতিক জলসীমায় মাচাদোকে তুলে নেওয়া হয়। গভীর রাতে পরিচালিত এই অভিযানের পর ভোরের দিকে তারা নিকটবর্তী দ্বীপ কুরাসাওতে পৌঁছান। সেখান থেকে মাচাদো বিমানে করে নরওয়ের উদ্দেশে রওনা দেন এবং সেখানে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
গ্রে বুল জানিয়েছে, অভিযানটি সম্পূর্ণভাবে বেসরকারি অর্থায়নে পরিচালিত হয়েছে। মার্কিন সরকারের সরাসরি কোনো সহায়তা না থাকলেও নিরাপত্তাজনিত কারণে সমুদ্রে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল।
এর আগে নিরাপত্তার কারণে উদ্ধার অভিযানের বিষয়ে মন্তব্য করতে চাননি মাচাদো। তিনি শুধু জানিয়েছিলেন, প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন, তবে বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না।
এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। মার্কিন বিশেষ অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বস্ত্রীক আটক হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেলিস রদ্রিগেজ। তবে নোবেলজয়ী মাচাদো বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, তিনি ইউরোপের বাইরে কোনো স্থানে থাকতে পারেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর