রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কোন পক্ষপাতিত্ব করে কোন রায় দেইনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৮ জানুয়ারি) শেষদিনে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশ্য এমনটি বলেন তিনি।
তিনি বলেন, আপিল শুনানীতে কোন পক্ষপাত্বিত্ব করে রায় দেয়নি। ৯ দিন ব্যাপী আপিল শুনানী সমাপ্ত করেছি। ভোট সুন্দর মত সমাপ্ত করতে সকলের সহযোগিতা চায় অংশগ্রহনমূলক নির্বাচন চায়।
তিনি বলেন, আপনারা আজকে উপস্থিত থেকে আমাদের এই যে আপিল নিষ্পত্তিতে যে সহায়তা করেছেন এটা শেষ সহায়তা নয়, ভোটটা সুন্দর করতে আপনাদের সহায়তা চাই। কিছু কার্যক্রম আমাদের ভোটের দেখেন আপনারা, হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। আমরা
স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটার সমর্থনের বিষয়টা ছাড় দিয়েছি আপনারা দেখেছেন। কারণ আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।
বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, আজকে একটা দল আসছিল, আমার কাছে দাবি দাওয়া নিয়ে, আমি বলছি যে- দেখেন ওদিকে খারাপ অবস্থা যাইতে পারি কিনা জানিনা, বাহির হতে পারি কিনা তাও জানিনা। আমি যতক্ষণ ছিলাম অতক্ষণ স্লোগান বক্তৃতা এগুলা শুনতেছিলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ এত শুনেছি আমার জীবনে এত স্লোগান, এত বক্তৃতা শোনার সুযোগ হয় নাই।
তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোন পক্ষপাতিত্ব করে কোন রায় দেইনি। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর