দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) তাদের সাতপাকে বাঁধা পড়ার সম্ভাবনার কথা শেয়ার করেছেন নেটিজেনরা। তবে ধানুশ স্পষ্টভাবে জানিয়েছেন, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
ধানুশের পূর্ববর্তী দাম্পত্য জীবনও আলোচনায় আসে। তিনি বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালের ১৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয় এবং ২০২৪ সালের ২৭ নভেম্বর আদালত তাদের বিচ্ছেদের আবেদন অনুমোদন করে। এই দম্পতির দুই ছেলে রয়েছে—যাত্রা ও লিঙ্গা।
সম্প্রতি ম্রুণাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি একটি নৌকায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “স্থির, উজ্জ্বল ও অটল।” এই পোস্টটি দেখে ভক্তদের মধ্যে নানা ধরনের ধারণা সৃষ্টি হয়েছে, কেউ মনে করছেন যে তিনি গুঞ্জনগুলোকে গুরুত্ব দিচ্ছেন না।
গত বছরের আগস্টে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি মূলত এই আলোচনার সূত্রপাত করেছিল। যদিও ধানুশ ৪২ বছর বয়সী এবং ম্রুণাল ৩৩, তাদের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। তবে ম্রুণালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি তার বড় বাজেটের সিনেমা মুক্তি এবং মার্চে আসন্ন একটি তেলেগু সিনেমার জন্য ব্যস্ত রয়েছেন।
বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচার নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এ খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর