দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কয়েক দফা আলোচনার পরও বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ২১ জানুয়ারি এ বিষয়ে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত।
এদিকে গতকাল রোববার রাতে এক চমকপ্রদ খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা, সে বিষিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি।
ক্রিকইনফো আরও জানিয়েছে, গত শনিবারের সরাসরি বৈঠকেও বাংলাদেশের ভেন্যু সরানোর প্রস্তাবে রাজি হয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন অবস্থায় বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকে, তবে লিটন দাসদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাবে অন্য দল। ক্রিকইনফো জানিয়েছে, বর্তমান র্যাঙ্কিং অনুসারে তখন কপাল খুলবে স্কটল্যান্ডের।
এর আগে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এবারও একইভাবে কপাল খুলতে পারে স্কটিশদের।
স্কটল্যান্ড ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব খেললেও মূল পর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি। বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দুই ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস ও ইতালি।
বাছাইপর্ব বিবেচনায় আইসিসি যদি সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে সুযোগ পাওয়ার কথা জার্সির। কারণ ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল রাউন্ডে স্কটল্যান্ডের ওপরে আছে জার্সি। কিন্তু ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি র্যাঙ্কিং বিবেচনায় সুযোগ দেবে। সেক্ষেত্রে কপাল খুলবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটিশদের।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থার শুরুটা জানুয়ারির প্রথম সপ্তাহে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচের ভেন্যুই ভারতে। ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নিতে আবেদন জানায় বিসিবি। এ নিয়ে গত বুধবার বিসিবির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে আইসিসি। পরবর্তীতে শনিবার আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি আলোচনা করে।
ওই আলোচনায় বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রসঙ্গ তোলা হয়। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশকে কোনোভাবে ‘বি’ গ্রুপে নিতে পারলে লিটনদের সব ম্যাচ হতো বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। কিন্তু বিসিবির প্রস্তাবে আইসিসি রাজি হয়নি বলে জানিয়েছে ক্রিকইনফো। উল্টো আইসিসি আলটিমেটাম দিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলবে কিনা, সেটা আগামী বুধবারের মধ্যেই জানাতে হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর