নোয়াখালীতে ইমান-ইসলাম বিরোধী সকল অপতৎপরতা বন্ধকরণ এবং ভ্রান্ত সংগঠন ‘হিযবুত তাওহীদের’ সকল কর্মকাণ্ড বন্ধের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা জজ কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে হিযবুত তাওহীদ প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় হিযবুত তাওহীদের ইসলাম বিকৃতির বিভিন্ন বিষয় তুলে ধরে কুরআন ও হাদীসের আলোকে আলোচনা রাখেন জামিয়া ইসলামিয়া মোহাম্মদপুর, ঢাকার উস্তাদুল হাদীস মাওলানা ইব্রাহিম।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও নোয়াখালী জেলা ডিসি কোর্ট মডেল মসজিদ এর খতিব মাওলানা আকরাম হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. করিম হোসেন সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে হিযবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী ও বিভ্রান্তিকর প্রচারণায় প্রলুব্ধ হয়ে সরলমনা মুসলমানরা ইমান হারাচ্ছে। ইসলামকে বিকৃত করা সংগঠনটির প্রচার প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি বলে মন্তব্য করছেন তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর