কুমিল্লা-৬ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এর আগে, ১৫ জানুয়ারি হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা একটি চিঠিতে জানানো হয়েছিল।
হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কুমিল্লা-৬ আসনে (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। হাজী ইয়াসিন আজ বিকেল ৫টার মধ্যে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আমিন উর রশিদ ইয়াসিন বলেন, "আমি দলটা ৩৩ বছর ধরে করি। দলের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিতে বলেছিলেন। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য এবং দলের আদর্শ বাস্তবায়নের জন্য। এই কারণে আমি তাঁর সঙ্গে একমত হয়েছি এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করব।"
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, "কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। তার (ইয়াসিন) সঙ্গে আমার কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যে সমঝোতা হয়েছে, তা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচিত করবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর