প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন- এতে কোনো ধরনের বাধা নেই। অতীতের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করা জরুরি।
সোমবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, একজন ব্যক্তির ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হতে পারে না—এই দায়িত্ব শহীদরা আমাদের দিয়ে গেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা হলো রাষ্ট্র সংস্কার, মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর