এনসিপির সঙ্গে সরকারের আজকের বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হাসিখুশি ও সাবলীল ভঙ্গির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে একটি মন্তব্য করেন। তিনি লেখেন, “এনসিপির সঙ্গে সরকারের আজকের বৈঠকের দৃশ্য! ড. ইউনূস এবং নাহিদের হাসিখুশি এবং সাবলীল ভঙ্গি দেখে আপনার কি ভয় হচ্ছে নাকি আপনিও তাদের মতো খুশিতে আটখানা! বিএনপি কি কিছু আন্দাজ করতে পারছে নাকি তারা ১২ই ফেব্রুয়ারির বিজয় এবং প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের অভিষেক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে!”

রনির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।
বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে রনির প্রশ্ন—দলটি আদৌ রাজনৈতিক পরিস্থিতির গভীর পরিবর্তন বুঝতে পারছে কি না—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য শুধু একটি ব্যক্তিগত মতামত নয়; বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর অবস্থান নিয়েও একটি বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর