আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট,দেশ এবং জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটি একক ভাবে করা কঠিন,কিন্তু সবাই মিলে করলে খুব সহজ কাজ বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।
তিনি আরও বলেন,নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের গুরুত্বপূর্ণ কাজটিতে যে সকল ব্যক্তিগন দায়িত্ব পালন করবেন তারা কোনো অনিয়ম বা গাফিলতি করলে কঠোর ব্যবস্থা রয়েছে,শুধু তাই নয় জেল জরিমানা বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার(১৯ জানুয়ারী)সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোট দান বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান কথা গুলো বলেন।
উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান আরও জানান,নির্বাচনে সর্বস্তরের জনসাধারণ কে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজ হাতে ভোট দেয়ার গুরুত্বপূর্ন কাজে অংশ গ্রহণ করার জন্য সচেতন করতে ও আগ্রহী করার জন্য নিজ নিজ অবস্থা থেকে সবাইকে কাজ করতে হবে কারন নির্বাচন অবাধ সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে উৎসব মুখর পরিবেশ, নিরপেক্ষ করাই আমাদের লক্ষ্য।
গণভোট ও পোস্টাল ভোট প্রদান, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট বিষয়ে উপস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ,ধনপুর আছমত আলি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমক পদ রায়সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও মেম্বার, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক,বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্ধের সাথে আলোচনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর