ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের মাঠে একটি বিদ্যুতের খুটির নিচে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের মাঠে কাজ করতে গিয়ে ওই মরদেহ দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ভজেরডাঙ্গী গ্রামের মাঠে থাকা একটি বিদ্যুতের খুটির নিচে ফসলি জমি এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি। আমরা এ বিষয় কাজ করছি।
তিনি আরো বলেন, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার মাথায় আঘাতের দাগ রয়েছে। শরীরের বিভিন্নস্থানে ঝলসানো ছিল। প্রাথমিলকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক বিদ্যুতের খুটি বেয়ে ওপরে ওঠার পর বিদ্যুতায়িত মারা গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর