বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা (পিপিএম)-এর দিক নির্দেশনায় সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত তালতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে, আমতলী-তালতলী সড়ক, উপজেলা কমপ্লেক্স মোড় এবং তালতলী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে চেকপোস্ট স্থাপন করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করা হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), ইউএনও (তালতলী), এসি ল্যান্ড (তালতলী), ওসি (তালতলী) সহ পুলিশের একটি দল, ওসি (ডিবি) সহ একটি দল, বাংলাদেশ নৌবাহিনী তালতলী কন্টিনজেন্টের ইনচার্জ অংসুইচিং সহ ৬ জন নৌ-সদস্য এবং বরগুনা ট্রাফিক বিভাগের একটি দল অংশগ্রহণ করে।
এই বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। যৌথ চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করায় ৮টি মামলার বিপরীতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং রেজিস্ট্রেশন না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়।
বরগুনা জেলা প্রশাসন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর