জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। উপজেলার মহাদান ইউনিয়নের ফয়েজের মোড় এলাকার মরহুম হাফেজ ফকিরের পুত্র ব্যবসায়ী আল আমিনকে বাউসী এলাকা থেকে কতিপয় সন্ত্রাসী মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে এ কর্মসূচি পালন করে। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের কর্মসূচীতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের অনুরোধে দুপুরে কর্মসূচী প্রত্যাহার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর