বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৮, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত মোহাম্মদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ৩য় তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা জামায়াতের আমীর মোঃ হায়দার আলী,রৌমারি ৪নং সদর ইউনিয়ন আমির মাসুদ মাওলানা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, তাঁর রাজনৈতিক লক্ষ্য, এলাকার উন্নয়ন, পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, আমি যদি সংসদ সদস্য হতে পারি এলাকার উন্নয়নে কাজ করে যাবো। সেই সাথে রৌমারী থেকে চিলমারী যাতায়াতের জন্য ব্রীজের ব্যবস্থা, বামতীর নদ রক্ষা,দেওয়ানগঞ্জ থেকে রৌমারী রেললাইন ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চরমোনাই প্রার্থীর কারণে আমার নির্বাচনী অবস্থানে বড় কোনো প্রভাব পড়বে না, ইনশাআল্লাহ।
উল্লেখ যে,রৌমারী,চিলমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে ২৮ কুড়িগ্রাম-৪ আসন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর