ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলাফল জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা যাবে। তাছাড়াও, আবেদনকারীরা যে কোন মোবাইল অপারেটর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ৩৭ জন পরীক্ষার্থী।
কুশল/সাএ
সর্বশেষ খবর