শিশুদের মানসম্মত শিক্ষা ও সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা 'স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুল' (একটি ইংলিশ মিডিয়াম স্কুল) তাদের শিক্ষাযাত্রার নতুন অধ্যায় শুরু করেছে। মোহাম্মদপুরের আসাদ এভিনিউ, লালমাটিয়ায় প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় এক অনাড়ম্বর অনুষ্ঠান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘ আট বছরের পথচলায় স্মার্ট কিডস শিশুদের একাডেমিক মান উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি কেমব্রিজ কারিকুলামভিত্তিক শিক্ষাব্যবস্থা অনুসরণ করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও নেপাল), অক্সফোর্ড এ-কিউএ এবং সাবেক কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন, স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ মহসিন উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মওসুমে তুহিন আক্তার, ম্যানেজার ও হেড অব একাডেমিকস আশুরা ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রঞ্জিত থিওটোনিয়াস পেরেইরা, কো-অর্ডিনেটর ও হেড অব অ্যাকাউন্টস ঝর্ণা আবেদিন জেনিয়া, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ফারমিন আহমেদ, এডুকেশন কনসালট্যান্ট জোহরা মেহেরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, স্মার্ট কিডস আজ মোহাম্মদপুর এলাকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। নতুন লালমাটিয়া শাখাটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও ইন্টার্যাকটিভ শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর