ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বরগুনার দুটি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বরগুনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর