স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় চলমান অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড় দিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পরিচালন বাজেটের অধীন বাস্তবায়নাধীন সড়ক, ব্রিজ/কালভার্ট রক্ষণাবেক্ষণ কর্মসূচিসহ অনুমোদিত উন্নয়ন প্রকল্পসমূহের অনুকূলে কৃত উন্নয়নমূলক কাজের বিপরীতে অর্থ ছাড়ের বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি জ্ঞাপন করেছেন। নির্বাচন কমিশনের উল্লিখিত সম্মতি প্রদানের বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।
মাসুম/সাএ
সর্বশেষ খবর