গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সম্প্রতি রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা—এই তিনটি গ্রামের কৃষকদের নিয়ে একটি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিডিবির হল রুমে তিন গ্রামের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতার সাধারণ লোক নিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবমুখী ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষণে কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব শিপন চন্দ্র ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বাজারভিত্তিক কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারেন। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদ উদ্যোক্তা উন্নয়নের মূল চাবিকাঠি।” তাঁর বক্তব্য কৃষকদের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।
এছাড়াও প্রশিক্ষণ সেশনে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব খাইরুল আলম উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, বাজার সংযোগ এবং আয়বর্ধক কার্যক্রম বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। তিনি স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার করে টেকসই ও লাভজনক ব্যবসা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকরা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন।
আয়োজক পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর