আগামী ২৩ জানুয়ারি জামায়াতে আমীরের ঠাকুরগাঁও সফর ও জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, আগামী ২৩ জানুয়ারী জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আগমন এক ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে । যা থেকে ঠাকুরগাঁও জেলাবাসী উন্নয়নের নতুন বার্তা ও দিক নির্দেশনা পাবে। এ সফরকে সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
জেলা বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, যেখানে নিয়ম রয়েছে রাত ১২ টার পরে নির্বাচনী প্রচার ও প্রচারণা করতে হবে। সেখানে বিএনপি সন্ধ্যার পর থেকেই তাদের ব্যানার ফেস্টুন লাগানো শুরু করেছিলো। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও করেছি।
সংবাদ সম্মেলনে এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী ও শিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, দলটির সহকারী জেলা সেক্রেটারী কফিল উদ্দিন, পেীর আমীর অধ্যক্ষ সামসুজ্জামান শামীম, সদও আমীর মাওলানা মিজানুর রহমান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর