নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জে বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মী, সমর্থক নিয়ে বিএনপি-জামায়াত পৃথক পৃথক বিশাল নির্বাচনী শোডাউন করেছে। এ যেন ভোট যুদ্ধের মাঠে নিজেদের শক্তি প্রর্দশন করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিন বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকারের নেতৃত্বে একটি বিশাল শোডাউন স্থানীয় স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধানের শীষ, ধানের শীষ ¯েøাগানে প্রকম্পিত হয়ে উঠে কিশোরগঞ্জ। শোডাউনটিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ বিএনপির হাজারের বেশি নেতাকর্মী সমর্থক অংশ নেয়। এর আগে স্থানীয় স্টেডিয়াম মাঠে সভা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী প্রমুখ। দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার কিশোরগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।
এদিকে একই দিন বিকাল সাড়ে তিন টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে দলীয় কার্যালয় হতে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা ¯েøাগান দিয়ে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ ও সেক্রেটারী ফেরদৌস আলমের নেতৃত্বে একটি বিশাল শোডাউন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দেড় হাজার নেতাকর্মী, সমর্থক অংশ নেয়। পরে স্থানীয় গরু হাট মাঠে শোডাউনটির নেতাকর্মীরা জনসভায় মিলিত হয়। এতে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্রে সভাপতিত্বে ও সেক্রেটারী ফেরদৌস আলমের সঞ্চালনায় জনসভাটি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুনতাকিম। আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জিকরুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, এনসিপির যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, ছাত্রশক্তির মোতালেব হোসেন, খেলাফত মজলিসের মুফতি বেলাল, এলডিপির নুর মোহাম্মদ, ব্যবসায়ী শামীম হোসেন প্রমুখ।
এর আগে সকালে জামায়াতের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুনতাকিম জুলাই আন্দোলনে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারতের মাধ্যমে কিশোরগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর