ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটিতে দীর্ঘদিন অবস্থান এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করাই তাদের সেখানে থাকার মূল উদ্দেশ্য। এ লক্ষ্যেই তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন।
জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এই দুই তারকা। তবে আবেদনসংক্রান্ত কিছু জটিলতা ও নথিপত্রে ঘাটতির কারণে কর্তৃপক্ষ তাদের আবেদনে সন্তুষ্ট হতে পারেনি। ফলে নাগরিকত্বের পথে প্রথম ধাপে গ্রিনকার্ডের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।
এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শাহরিয়ার নাজিম জয় জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বর্তমানে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তিনি বলেন, “আমি যে ফাইল জমা দিয়েছিলাম, যাচাই–বাছাইয়ের পর সেখানে কিছু অতিরিক্ত তথ্য–উপাত্ত চাওয়া হয়। সেসব তথ্য এই মুহূর্তে দিতে না পারায় গ্রিনকার্ডের আবেদনটি মঞ্জুর হয়নি।”
তবে আশা এখনও শেষ হয়ে যায়নি বলে জানান জয়। তিনি বলেন, “এর মানে এই নয় যে ভবিষ্যতে আর আবেদন করা যাবে না। সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো পূরণ করে আবার গ্রিনকার্ডের জন্য আবেদন করা সম্ভব।”
বিনোদন জগতের বেশ কিছু তারকা, পরিচালক ও প্রযোজক গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের কারও কারও গ্রিনকার্ড হয়েছে, আবার কারও কারও হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর