কাল সরস্বতী পূজা। ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক জগন্নাথ হলে এবছরও পূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মণ্ডপ সাজানো থেকে প্রতিমা আলঙ্কার- সবকিছুতে শিক্ষার্থী ও কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। এবারে এখানে ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে সরস্বতী পূজা আয়োজন করা হবে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিমা কারিগররা শেষ মুহূর্তের সাজ-সজ্জার কাজে নিযুক্ত। ৩১ বছর ধরে জগন্নাথ হলের সরস্বতী প্রতিমা নির্মাণে অংশ নেয়া শ্রীপতি পাল বলেন, আমরা গোপালগঞ্জ থেকে সাতজনের একটি দল। সব কাজ শেষ পর্যায়ে আছে, রাতের মধ্যে প্রতিমা পুরোপুরি প্রস্তুত করা হবে।
প্রতিমা কারিগর বিশু পাল জানান, বড় প্রতিমার দাম ২৫ হাজার টাকা, ছোটগুলো ২-১ হাজার টাকার মধ্যে, বেশিরভাগ বড় প্রতিমা কেনেন বাহিরের ক্রেতারা।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমরা সকল ধর্ম-সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সংবেদনশীল। জগন্নাথ হল প্রাঙ্গণে সকল ধর্ম, মত, শ্রেণি-পেশার মানুষকে সরস্বতী পূজায় স্বাগত জানাচ্ছি। এ উৎসবে সম্প্রীতির এক অনন্য মিলনমেলা হবে।
পূজার আয়োজন দুইদিনব্যাপী; থাকবে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা এবং রক্তদান কর্মসূচি। শিশুদের জন্য থাকবে রাইড, খেলনা ও নিরাপদ খাবারের দোকান।
নিরাপত্তা হিসেবে পুরো প্রাঙ্গণ সিসি ক্যামেরায় মনিটরিং, প্রবেশমুখে মেটাল ডিটেক্টর, শিশুদের জন্য নিরাপদ কর্নার ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। পটকা বা আতশবাজি ব্যবহার নিষিদ্ধ।
প্রসঙ্গত, হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী ভগবানের জ্ঞান ও বিদ্যার প্রতীক। প্রতিবছর বসন্তপঞ্চমীতে পূজা অনুষ্ঠিত হয়। বীণা হাতে ধারণ করায় সরস্বতীকে বীণাপাণি বলা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর