ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ২২জানুয়ারি সকালে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান; জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর,রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা।
উঠান বৈঠকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে সকল ভোটারকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, একটি সঠিক ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের টেকসই উন্নয়নের ভিত্তি। দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটারদের ভূমিকা অপরিসীম। উক্ত উঠান বৈঠকের আয়োজন করে রৌমারী উপজেলা প্রশাসন।
কুশল/সাএ
সর্বশেষ খবর