শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাকারবারির সাথে জড়িত একটি সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য ২১ মামলার আসামি ওয়াসিম মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ওয়াসিম মিয়া উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এরআগে বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী খলচান্দা কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ওয়াসিম মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারি দমনে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত আসামি ওয়াসিম মিয়াকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর