বরগুনা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে তাঁর নিজ এলাকা কাঠালতলী স্কুল মাঠে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ জনসভায় জনজোয়ার সৃষ্টি হয়। জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশ নেন। মাঠ কানায় কানায় ভরে ওঠে উৎসুক জনতার উপস্থিতিতে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, “বরগুনা-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে।” তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভাকে ঘিরে কাঠালতলী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর